Logo

অপরাধ    >>   চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনায় চট্টগ্রামে পুলিশি হামলা, ৮ জনের ৫ দিনের রিমান্ড

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনায় চট্টগ্রামে পুলিশি হামলা, ৮ জনের ৫ দিনের রিমান্ড

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনায় চট্টগ্রামে পুলিশি হামলা, ৮ জনের ৫ দিনের রিমান্ড

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৮ জনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন চট্টগ্রামের আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এ আদেশ দেন।

রোববার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিকের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়। এনামুল হক নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী শামসুল আলম অভিযোগ করেন, ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় মারধর করেন এনামুল হককে। চিন্ময় কৃষ্ণের অনুসারীরা তাকে ডান হাত ভেঙে এবং মাথায় কিরিচ দিয়ে কোপান। এই ঘটনাকে কেন্দ্র করে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

২৬ নভেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বিক্ষোভে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। আরও পাঁচটি মামলা দায়ের হয় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে। ৬ মামলায় মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তাদের মধ্যে ৮ জনকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়। এদের মধ্যে ইমন চক্রবর্তী, সুজন চন্দ্র দাস, সৌরভ দাস, মোহাম্মদ রফিক, সুমন দাস, রুপন দাস, আহমেদ হোসেন ও সাকিবুল আলম রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, “গ্রেফতারকৃত ৮ জনকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আদালত শুনানির পর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”





P.S 220 Winter concert

P.S 220 Winter concert